ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫
আপডেট : ২৬ জুলাই ২০২৫
শনিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত **‘জুলাই বিপ্লবের শহীদদের স্মরণসভা’**য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদ আজও বাস্তবায়ন হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি, এ নিয়ে আমরা অনুতপ্ত।”
তিনি জানান, ঐকমত্য কমিশনের আলোচনায় অগ্রগতি না থাকাটা প্রশাসনিক ব্যর্থতা বলেই মনে করছেন। তিনি যোগ করেন, “যদি জুলাই বিপ্লব না হতো, তবে আমাদের অনেকেই আজ হয়তো কেরানীগঞ্জ বা কাশিমপুর কারাগারে থাকতাম।”
তিনি বলেন, “শহীদ পরিবারগুলোকে ভিক্ষা নয়, কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। এটি কোনো অনুকম্পা নয়—বরং এটি রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।”
জামায়াত আমির দৃঢ়ভাবে বলেন, “শহীদ পরিবারের সম্মানের জীবন নিশ্চিত করতে প্রয়োজনে আমরা ভিক্ষা করতেও প্রস্তুত। তবে ন্যায়বিচার ও পুনর্বাসনের প্রশ্নে ছাড় নয়।”
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত জুলাই সনদ বাস্তবায়নকে রাজনৈতিক অগ্রাধিকারে রেখেছে। শহীদদের স্মৃতি রক্ষা ও পরিবারগুলোর সম্মান রক্ষায় দল দায়বদ্ধ থাকবে।”
#জুলাইবিপ্লব #শহীদস্মরণ #জামায়াতআমির #শফিকুররহমান #জুলাইসনদ #বাংলাদেশরাজনীতি #পুনর্বাসন #ন্যায়বিচার #শহীদপরিবার #ঐকমত্যকমিশন