ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫
আপডেট : ২৭ জুলাই ২০২৫
আজ রবিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। সেমিনারটির আয়োজন করে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’।
মির্জা ফখরুল বলেন, “দক্ষিণাঞ্চলের প্রায় ৮ কোটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে পদ্মা ব্যারাজ ও সেতু জড়িত। দীর্ঘ সাতবার সম্ভাব্যতা যাচাইয়ের পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরো বলেন, “ফারাক্কা ব্যারাজ পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা তৈরি করছে। বসবাসের অনুপযোগী হয়ে পড়া বহু এলাকা থেকে মানুষ স্থানান্তরিত হচ্ছে, যা একটি বড় সামাজিক সংকট।”
বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণ ঐক্যবদ্ধ হলে প্রকল্প বাস্তবায়নে সরকার বাধ্য হবে। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে।”
সেমিনারে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “এই প্রকল্পটি যেন প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে স্থান পায়, সেটি নিশ্চিত করতে হবে। আগামী সরকারে যারা আসবে তাদের মধ্যম মেয়াদি বাজেটে এই প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করতে হবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
উপস্থিত ছিলেন:
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস
আলোচনার বিষয়: পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু
মূল বক্তা: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি
স্থান: ব্র্যাক সেন্টার, মহাখালী
আয়োজক: জাতীয় বাস্তবায়ন কমিটি
মূল বক্তব্য: জনগণের দাবি ও রাজনৈতিক অঙ্গীকারের সমন্বয়েই প্রকল্প বাস্তবায়ন সম্ভব
অন্য বক্তারা: দেবপ্রিয় ভট্টাচার্য, জোনায়েদ সাকি, সাইফুল হক
#পদ্মা_ব্যারেজ #দ্বিতীয়_পদ্মা_সেতু #মির্জা_ফখরুল #BNP #রাজনীতি #দক্ষিণাঞ্চল #জলবায়ু_পরিবর্তন #সামাজিক_সংকট #নির্বাচনী_ইশতেহার #Debapriya #PadmaBarrge #PadmaBridge2