ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫
রোববার পবিত্র আশুরা উপলক্ষে জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন,
“বর্তমান পদ্ধতিতে কেউ ৫১% ভোট পেয়ে সরকার গঠন করে, কিন্তু ৪৯% ভোট পেয়ে কেউ মূল্যায়ন পায় না। পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য থাকে—এটাই প্রকৃত গণতন্ত্র।”
অধ্যাপক মুজিব বলেন, “সৎ উদ্দেশ্য থাকলে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়।”
তিনি বলেন, “এ পদ্ধতিতে একক দল ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পায় না।”
ক্ষমতা হারানোর ভয়েই কেউ কেউ পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ইসলামের শাসনব্যবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আশুরার শিক্ষা হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করা।”
জাতীয়তাবাদের সমালোচনা করে বলেন, “জাতীয়তাবাদ থাকলে ইসলামের শাসনব্যবস্থা কখনো কায়েম হতে পারে না।”
বলেন, “ইসলাম ব্যতীত সব ব্যবস্থায় বৈষম্য রয়েছে, কেবল ইসলামেই ন্যায় ও সাম্য রয়েছে।”
সন্ত্রাস, দখলবাজি, নৈরাজ্য রুখতে প্রয়োজনে আন্দোলন ও যুদ্ধের আহ্বান জানান।
বলেন, “জুলাই চেতনা বাস্তবায়নে ছাত্র-জনতা আবার রাস্তায় নামবে যদি তা নস্যাৎ করার চেষ্টা করা হয়।”
সরকার ও প্রশাসনের কঠোর সমালোচনা করে বলেন, “পূর্ববর্তী ১৫ বছরের শাসন ছিল কারবালার মতো ভয়াবহ।”
সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন,
“স্বাধীনতার ৫৪ বছরেও মানুষ পরিবারতন্ত্রে শোষিত হয়েছে। ছাত্র-জনতার চাপে শেখ হাসিনার সরকার পালিয়েছে।”
তিনি আরও বলেন,
“পিআর পদ্ধতিতে নির্বাচনই একমাত্র গ্রহণযোগ্য পন্থা”
“সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়”
“বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি দলই দায়ী”
তিনি সব রাজনৈতিক দলকে আহ্বান জানান,
“সংস্কারের নামে দলীয় কুসংস্কার চাপিয়ে না দিয়ে, জনগণের প্রত্যাশিত রাজনীতি করতে হবে।”
#JamaatPRSupport
, #MujiburRahmanSpeech
, #ProportionalRepresentation
, #BangladeshPolitics
, #Ashura2025
, #ElectoralReform
, #IslamicGovernance
, #JamaatBangladesh
, #JulyUprising
, #BangladeshReformMovement