ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫
আপডেট : ২৬ জুলাই ২০২৫
তিনি বলেন, বিএনপি পরিবেশ সংরক্ষণকে নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকার দিচ্ছে। পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে আয়োজিত ‘মেনিফেস্টো টক’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
👉 আমীর খসরু বলেন,
“যারা পরিবেশ ধ্বংস করবে, তাদের বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে না। রাজনীতিবিদদের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে।”
🔹 তিনি অভিযোগ করে বলেন,
“শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, তা ধরতে না পারলে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নেই।”
🔹 বিএনপির পরিবেশ-নির্ভর কর্মসূচির উল্লেখ করে তিনি জানান:
৩০ কোটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশব্যাপী খাল খনন ও পানির প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তরুণ ও অবসরপ্রাপ্তদের পরিবেশবান্ধব অর্থনীতিতে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
“আমরা বড় হয়েছি মাছ, পাখি ও গাছপালার মধ্যে। এখন সেগুলো নেই। প্রকৃতিকে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ প্রয়োজন,” — বলেন আমীর খসরু।
তিনি আরও বলেন, “পরিবেশের সমস্যা চিহ্নিত করে দলীয়ভাবে সমাধানের রূপরেখা তৈরি করা হয়েছে।”
“গণতন্ত্র না থাকায় রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা ছিল না। আজ বিভিন্ন দল মেনিফেস্টো নিয়ে একসঙ্গে বসছে—এটাই গণতন্ত্র,” বলেন তিনি।
“রাজনীতির সংস্কৃতি না বদলালে শত সংস্কার করেও লাভ নেই।”
#বিএনপি #আমীরখসরু #পরিবেশসংরক্ষণ #নির্বাচনীইশতেহার #গাছলাগাও #খালখনন #তারেকরহমান #রাজনৈতিকদায়িত্ব #জলবায়ু #পরিবেশবান্ধবরাজনীতি #ManifestoTalk