বুধবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, জুলাই মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী এই সমন্বয় করা হয়েছে।
✅ ১২ কেজি এলপিজি:
আগের দাম: ১,৪০৩ টাকা
নতুন দাম: ১,৩৬৪ টাকা
কমেছে: ৩৯ টাকা
✅ অটোগ্যাস (প্রতি লিটার):
আগের দাম: ৬৪.৩০ টাকা
নতুন দাম: ৬২.৪৬ টাকা
কমেছে: ১.৮৪ টাকা
বিইআরসি জানিয়েছে, জুলাই মাসে সৌদি আরামকো কর্তৃক ঘোষিত প্রোপেন ও বিউটেনের মূল্য অনুযায়ী গড় সিপি প্রতি মেট্রিক টন ৫৫৫.৫০ মার্কিন ডলার ধরা হয়েছে। এই গড় মূল্য এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের ভিত্তিতেই দেশে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়।
জুন মাসেও দাম কমানো হয়েছিল ২৮ টাকা
এবার আরও ৩৯ টাকা কমিয়ে টানা দ্বিতীয় মাসে দাম হ্রাস
আন্তর্জাতিক বাজারে সিপি কমার প্রভাব দেশের বাজারে
বিশেষজ্ঞদের মতে, দাম কিছুটা কমলেও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি মূল্য স্থিতিশীলতা দরকার। মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষদের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম এখনো উল্লেখযোগ্য হারে চাপে রাখে।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সোমবার বলেছেন, দেশের ব্যাংক খাতের কার্যকর তদারকি এবং শক্তিশালীকরণের জন্য বাংলাদেশ ব্যাংক সময়োপযোগী ও মৌলিক পরিবর্তন নিয়ে কাজ করছে। তবে তিনি জোর দিয়ে বলেন, গুণগত রাজনৈতিক পরিবর্তন ছাড়া কোনো নীতিমালা কার্যকর হবে না। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers