ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
এদিকে, দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে, যেখানে আলোচনার মূল বিষয় হলো—জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি।
আজ ওয়াশিংটনে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক সন্ধ্যা সাড়ে ৬টায়
৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব আলোচনায়
১০ জীবিত জিম্মি ও মরদেহ ফেরত দেওয়া হতে পারে
ইসরায়েল সেনা প্রত্যাহার ও হামলা বন্ধে হামাসের দাবি
জাতিসংঘের অধীনে ত্রাণ বিতরণ পুনঃস্থাপনের দাবি রয়েছে প্রস্তাবে
ট্রাম্প বলেছেন:
“আমরা ইতিমধ্যেই অনেক জিম্মিকে মুক্ত করেছি। আশা করছি এই সপ্তাহেই আরও অগ্রগতি হবে।”
অন্যদিকে নেতানিয়াহু বলেন:
“এই সফর চুক্তির সম্ভাবনা বাড়াবে। আমি দোহায় পাঠানো প্রতিনিধিদের স্পষ্ট নির্দেশনা দিয়েছি।”
৬০ দিনের যুদ্ধবিরতি
১০ জীবিত জিম্মি ও কয়েকটি মরদেহ ফেরত
বিনিময়ে ফিলিস্তিনি বন্দি মুক্তি
যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলের হামলা বন্ধ ও সেনা প্রত্যাহার
জাতিসংঘের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, সোমবার ১২ জন নিহত
ইসরায়েলি সেনাবাহিনী সুনির্দিষ্ট তথ্য না দেওয়ায়, যাচাই অসম্ভব
ত্রাণকেন্দ্রের বাইরে রেশন নেওয়ার সময় ৭৫১ জন নিহত (গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়)
জাতিসংঘ জানিয়েছে: “৫০০+ প্রাণহানি ত্রাণের লাইনে”
ঘটনাক্রম | ইসরায়েল | ফিলিস্তিন |
---|---|---|
নিহত | ১,২১৯ (অক্টোবর ২০২৩) | ৫৭,৪১৮+ (২০২৩–২৫) |
জিম্মি | ২৫১ (২০২৩ সালে) | — |
এখনও আটক | ৪৯ | — |
আহত | ৩,৪০০+ | ৭৫,০০০+ (আনুমানিক) |
গত দুই বছরে দুই দফা সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে কিছু জিম্মি মুক্তি পেয়েছিল। তবে ইসরায়েল হামাসের স্থায়ী যুদ্ধবিরতির শর্ত মানতে অস্বীকৃতি জানানোয় আলোচনায় বারবার ভাটা পড়েছে।
তবে আজকের ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক ও দোহা বৈঠক পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
#গাজাযুদ্ধ #ট্রাম্পনেতানিয়াহু #গাজাযুদ্ধবিরতি #ইসরায়েলহামাস #GazaCeasefire #TrumpNetanyahuMeeting #HamasIsrael #BRICS2025 #MiddleEastConflict #GazaHostages