ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, গত কয়েক দিন ধরে জাপার প্রেসিডিয়াম সভা ডাকা ও সাংগঠনিক সিদ্ধান্তে দ্বন্দ্ব চলছিল। সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং সদ্য সাবেক মহাসচিব মজিবুল হক চুন্নু দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়ান।
দলের একাধিক সিদ্ধান্ত এবং নেতৃত্ব নিয়ে মতবিরোধ চূড়ান্ত আকার নেওয়ায় জি এম কাদের চূড়ান্তভাবে চুন্নুকে সরিয়ে দেন। তার জায়গায় আসা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বর্তমানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য এবং জাপার একজন মুখপাত্র হিসেবেও পরিচিত।
দলীয় সূত্র জানায়, শুধু মহাসচিব নয়—দলের প্রেসিডিয়াম থেকেও বাদ পড়ছেন কয়েকজন নেতা।
এর মধ্যে আনিসুল ইসলাম মাহমুদ ও মজিবুল হক চুন্নুর নাম শীর্ষে। তাদের প্রকাশ্য বিরোধিতা ও অভ্যন্তরীণ কোন্দল ছড়ানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই সঙ্গে দলের নেতৃত্বে নতুন মুখ ও তরুণ নেতাদের অন্তর্ভুক্তি ঘটানো হবে বলেও জানা গেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ঘনিষ্ঠ মহল বলছে,
“দলের অভ্যন্তরে বিভাজন সৃষ্টিকারী এবং নেতৃত্বে দ্বৈত ভূমিকা রাখা নেতাদের সরিয়ে দিয়ে জাপাকে পুনরায় সংগঠিত করা হচ্ছে।”
❌ মজিবুল হক চুন্নু বহিষ্কার
✅ শামীম হায়দার পাটোয়ারী নতুন মহাসচিব
🔁 প্রেসিডিয়াম থেকেও বাদ পড়ছেন কয়েকজন
🆕 নতুন প্রেসিডিয়াম গঠনের উদ্যোগ
⚠️ অভ্যন্তরীণ কোন্দল জাপায় নতুন ধাক্কা