ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
রোববার ‘এয়ার ফোর্স ওয়ানে’ ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন:
“তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। আমেরিকায় দুই-দলের রাজনৈতিক কাঠামো বহুদিনের। তৃতীয় দল শুধু বিভ্রান্তি তৈরি করবে।”
তিনি আরও বলেন,
“ইলন মাস্ক এখন যেন রেললাইনের বাইরে চলে যাওয়া ট্রেন দুর্ঘটনার মতো। পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছেন।”
ইলন মাস্কের দল গঠনের উদ্দেশ্য হলো রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বাইরে গিয়ে বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা। তিনি বলেন,
“আমেরিকান জনগণ সত্যিকার অর্থে একটা বিকল্প চায়, যা কর্পোরেট লবির চেয়ে নাগরিকদের প্রতিনিধিত্ব করবে।”
একসময় মাস্ক ছিলেন ট্রাম্প প্রশাসনের অংশ। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান হিসেবে, যার লক্ষ্য ছিল সরকারি ব্যয় সংকোচন।
কিন্তু বাজেট পরিকল্পনা ও পরিবেশনীতি নিয়ে প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করার পর থেকে তাদের সম্পর্কের অবনতি হয়।
ট্রাম্প মাস্কের ইলেকট্রিক ভেহিকল (EV) বাধ্যতামূলক নীতি নিয়েও কড়া সমালোচনা করেন। তার ভাষায়:
“এই পরিকল্পনায় সবাইকে জোর করে ইভি কিনতে বাধ্য করা হতো। আমি শুরু থেকেই এর বিরোধী। এখনকার আইনে মানুষ নিজের মতো গ্যাসচালিত, হাইব্রিড বা নতুন প্রযুক্তির গাড়ি কিনতে পারবেন।”
ট্রাম্প সম্প্রতি ইভির ওপর কর-ছাড় বাতিল করে একটি নতুন কর-ব্যয় পরিকল্পনায় স্বাক্ষর করেন।
বিশ্লেষকদের মতে, ইলন মাস্কের নতুন দল সত্যিকারের রাজনৈতিক বিকল্প তৈরি করতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। তবে ট্রাম্পের প্রকাশ্য কটাক্ষ প্রমাণ করে দিয়েছে—এই রাজনৈতিক লড়াই হতে যাচ্ছে ব্যক্তিগত এবং আদর্শিক—দুই দিক থেকেই উত্তপ্ত।
#ElonMusk #AmericaParty #DonaldTrump #USPolitics #MuskVsTrump #EVPolicy #NewPoliticalPartyUSA #ThirdPartyUSA #2026Election #MuskPoliticalMove