ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫
আপডেট : ২১ মে ২০২৫
সম্প্রতি পুত্রজায়ায় পারদানা লিডারশিপ ফাউন্ডেশন আয়োজিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে এই ইচ্ছার কথা জানান তিনি।
অনুষ্ঠানে তার জীবন ও নেতৃত্ব নিয়ে লেখা বই ‘A Conversation with Tun Dr. Mahathir bin Mohamad: A Legacy of Leadership and Vision’ উন্মোচন করা হয়।
মাহাথির বলেন, “মানুষ কী ভাবছে, তা জানার অধিকার একজন নেতার থাকা উচিত। তাদের মুখ বন্ধ করে দিলে নেতৃত্ব সফল হয় না। আমাদের দরকার বাকস্বাধীনতা, ব্যবসার স্বাধীনতা এবং সরকার ও বেসরকারি খাতের মধ্যে দৃঢ় সহযোগিতা।”
তিনি আরও বলেন, যদি তিনি তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পান, তবে প্রথম কাজ হবে জাতি, ধর্ম ও রাজতন্ত্র নিয়ে আলোচনা নিষিদ্ধ করে রাখা আইনের শাস্তি বাতিল করা।
এই বক্তব্য তুলে ধরে মালয়েশিয়ার শীর্ষ সংবাদমাধ্যম দি রাকায়েত পোস্ট ও মালয়েশিয়া কিনি মাহাথিরের অবস্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
তবে মাহাথিরের এমন ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।
অনেকে প্রশ্ন তুলেছেন, “তিনি আর কতবার দেশ চালাতে চান?”
বিভিন্নজন তাকে মনে করিয়ে দিয়েছেন, অতীতে মালয় আধিপত্যমূলক ও বিভেদমূলক বক্তব্য দিয়েই তিনিই জাতিকে বিভক্ত করেছিলেন।
১৯৮১ সালে প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন মাহাথির মোহাম্মদ।
টানা ২২ বছর শাসন করে ২০০৩ সালে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
পরে ২০১৮ সালে, ৯২ বছর বয়সে দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে ফের নির্বাচিত হন প্রধানমন্ত্রী হিসেবে।
২০২০ সালে পদত্যাগের পর ফের নির্বাচনে হেরে রাজনীতি থেকে দূরে থাকেন।
ড. মাহাথির মনে করেন, মালয়েশিয়ায় এখনো অনেক উন্নয়নের সম্ভাবনা রয়েছে এবং তার নেতৃত্বে তা বাস্তবায়ন সম্ভব।