ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫
তার নতুন দলটির নাম — “আমেরিকা পার্টি”, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দুই দলেরই বিকল্প শক্তি হিসেবে কাজ করবে বলে দাবি মাস্কের।
গত ২৮ মে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেন ইলন মাস্ক। এরপর থেকেই গুঞ্জন ছিল তিনি নিজেই রাজনীতির মাঠে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হবেন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো।
শনিবার (৫ জুলাই) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (সাবেক টুইটার)-এ মাস্ক লিখেছেন:
“আমরা এখন একদলীয় শাসনের মধ্যে বাস করছি। করদাতাদের অর্থ অপচয় ও দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে ফেলা হচ্ছে। তাই ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো—আমেরিকানদের স্বাধীনতা ফিরিয়ে দিতে।”
ট্রাম্পের বাজেট পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময়, মাস্ক এক্স-এ একটি জনমত জরিপ চালান, যেখানে প্রশ্ন ছিল:
“যুক্তরাষ্ট্রে কি একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন?”
মাস্ক দাবি করেন, দুই-তৃতীয়াংশ আমেরিকান একটি নতুন রাজনৈতিক শক্তির পক্ষে।
মাস্কের দল গঠনের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ট্রাম্পের বাজেট পরিকল্পনা।
‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত আইনটির মাধ্যমে কর হ্রাস ও ব্যয় বাড়ানো হয়েছে, যার ফলে আগামী দশকে দেশটির বাজেট ঘাটতি ৩ ট্রিলিয়ন ডলার বাড়তে পারে বলে আশঙ্কা।
একসময় ট্রাম্পের গুরুত্বপূর্ণ সমর্থক ছিলেন মাস্ক। ২০২৪ সালের নির্বাচনে তার পেছনে প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করেন তিনি এবং নির্বাচনের পর তাকে সরকারে একটি নতুন বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (DOE)-এর প্রধান করা হয়।
কিন্তু সেই সম্পর্কের ছেদ ঘটেছে মাত্র কয়েক মাসের ব্যবধানে।
এখনও পর্যন্ত ‘আমেরিকা পার্টি’ যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে কি না, তা পরিষ্কার নয়। মাস্ক এখনো দলটির নেতৃত্ব, কাঠামো কিংবা ভবিষ্যৎ নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
#ElonMusk
, #AmericaParty
, #USPolitics2025
, #DonaldTrump
, #BigBeautifulBill
, #মার্কিন_রাজনীতি
, #ইলন_মাস্ক_দল
, #বিকল্প_রাজনীতি
, #US_Election
, #X