সোমবার (২৬ মে) ক্লাবটি আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ কিংবদন্তি জাবি আলোনসোর সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছে।
রিয়ালের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নতুন কোচকে গ্ল্যান্সিয়ালি স্বাগত জানাচ্ছেন। আলোনসোর চুক্তি আগামী ১ জুন থেকে শুরু হয়ে ৩০ জুন ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে।
২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সি গায়ে তার সময়ে আলোনসো খেলেছেন ২৩৬টি ম্যাচ, যেখানে তার দায়িত্ব ছিল মধ্যমাঠে দলের কার্যক্রম নিয়ন্ত্রণ করা। তিনি রিয়ালের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা দেল রে সহ একাধিক শিরোপা।
সর্বশেষ তিনি জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেনকে ২০২৩-২৪ মৌসুমে ঐতিহাসিক শিরোপা এনে দিয়েছিলেন। যদিও ২০২৪-২৫ মৌসুমে দ্বিতীয় স্থান নিয়ে বিদায় নিয়েছেন।
১১ বছর পর আলোনসো ফের রিয়ালে ফিরছেন, এবার কোচ হিসেবে মাঠের বাইরে থেকে দলকে নেতৃত্ব দেবেন।
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও তুরস্ক। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের (WEU) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক আয়োজনে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং WEU-এর মধ্যে এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। ...
সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শুরুটা ভালো না হলেও এরপর কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৬ ওভার শেষে স্কোরবোর্ডে রান ৪ উইকেটে ১৪৬। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers