ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫
আপডেট : ১৭ জুলাই ২০২৫
বুধবার (১৭ জুলাই) বেরোবিতে ‘জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের প্রথম শাহাদতবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন,
“আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচারকাজ পূর্ণগতিতে এগিয়ে চলছে। আমরা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে, এমন একটি বিচার করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই এই বিচার সম্পন্ন হবে।”
অনুষ্ঠানে আবু সাঈদের বাবা মকবুল হোসেন তোরণ, স্মৃতিস্তম্ভ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, ইউজিসি চেয়ারম্যান ড. এসএমএ ফায়েজ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও অন্যান্য বিশিষ্টজন।
“গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ মারা যান, কিন্তু আবু সাঈদের মতো এভাবে কেউ শহীদ হননি। তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। নতুন প্রজন্ম তাঁর সাহসিকতা থেকে শিক্ষা নেবে।”
আলোচনা সভার মঞ্চে বসেন শহীদ পরিবারগুলো, আর দর্শক সারিতে ছিলেন সরকারের উপদেষ্টারা। এই প্রোটোকল ভাঙা মানবিক চিত্র অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।
📍 রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি, জামায়াতে ইসলামি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
📍 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মিলাদ মাহফিলের আয়োজনও করা হয়।
আবেগতাড়িত হয়ে কান্নাজড়িত কণ্ঠে শহীদদের পরিবারগুলো বলেন:
“ভোটের আগে বিচার চাই, নির্বাচন চাই না! জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে।”
শহীদ তাহেরের মা বলেন,
“বারবার নির্বাচন নির্বাচন বলা হচ্ছে, কিন্তু বিচার কেউ করছে না। আমরা বিচার চাই, সংস্কার চাই, তারপরে নির্বাচন আসুক।”
শহীদ আল মামুনের মা বলেন,
“আমরা শুধু আশ্বাস পাচ্ছি, কিন্তু বিচার নয়। আমাদের সন্তানরা কোনো অন্যায় করেনি।”
“রংপুর আর অবহেলিত থাকবে না। এ বছরেই ১২ হাজার কোটি টাকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে ইপিজেড গড়ে তোলা হবে এবং চীনের সহায়তায় আধুনিক হাসপাতাল নির্মিত হবে।”
#আবু_সাঈদ #জুলাইআন্দোলন #শহীদপরিবার #বিচার_চাই #জুলাই_সনদ #বেরোবি #রংপুর #আসিফ_নজরুল #বাংলাদেশ_সংবাদ #JulyMartyr #JusticeForAbuSayeed #AsifNazrul #BegumRokeyaUniversity