ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫
আপডেট : ১৭ জুলাই ২০২৫
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় একজনের মৃতদেহ পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। দাবি করা হয়, এটি গোপালগঞ্জের ভিডিও এবং ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
তবে রিউমর স্ক্যানার–এর যাচাইয়ে জানা গেছে, ভিডিওটি পুরনো এবং গোপালগঞ্জের নয়।
অনুসন্ধানে জানা যায়,
🔸 ভিডিওটি প্রথম ভাইরাল হয় ২০২৪ সালের ৪ জুন,
🔸 ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাসস্ট্যান্ড গরুর বাজারে তোলা,
🔸 ঘটনাটি ছিল এক ছিনতাইকারীকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেওয়ার।
ভিডিওটি পোস্ট করা হয়েছিল ‘প্রাণের ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি পেজ ও ‘Mohammad Sajon’ নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে।
সেই সময় ঈদুল আজহার আগমনে কোরবানির পশুর হাট ঘিরে চলছিল পুলিশের বিশেষ অভিযান, যার অংশ হিসেবে এই ঘটনা ঘটে।
বিশ্লেষকরা মনে করছেন, পুরনো ভিডিওকে গোপালগঞ্জের বলে প্রচার করার পেছনে রয়েছে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো ও জনমনে উত্তেজনা তৈরি করার অপচেষ্টা।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়:
"ভিডিওর ভৌগোলিক উপাদান, প্রাসঙ্গিক ব্যাকগ্রাউন্ড ও প্রথম প্রকাশ সময় যাচাই করে নিশ্চিত হওয়া গেছে এটি ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা।"
সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন, ভিডিওটি পোস্ট করে বিভ্রান্তিকর দাবি যিনি করেছেন, তাঁর নাম “জয়”। তবে তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
যদি এ ধরনের গুজব ছড়ানো ইচ্ছাকৃত হয়, তাহলে তা আইনগত অপরাধের আওতায় পড়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
#ফ্যাক্টচেক #ব্রাহ্মণবাড়িয়া #গোপালগঞ্জ #গুজব_নিরসন #RumorScanner #ভিডিও_ভুয়া #FactCheckBD #গণপিটুনি_ভিডিও #জুলাইআন্দোলন #গুজব_বিরোধী