সোমবার (৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার সময় তিনি এ মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন,
“জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে বিভিন্ন দলের আপত্তি আসায় কমিশন সেই প্রস্তাবে সংশোধনী এনেছে। এটি প্রমাণ করে—আমরা চাপিয়ে নয়, অংশগ্রহণের ভিত্তিতে এগোচ্ছি।”
তিনি আরও বলেন, “ভুল বোঝাবুঝি যেন না হয়, সেদিকে নজর রেখেই অগ্রসর হচ্ছে কমিশন। এ কারণেই আমরা অনেক প্রস্তাব বাদ দিয়েছি এবং যুক্তিযুক্ত প্রস্তাব যুক্ত করেছি।”
আলী রীয়াজ বলেন,
“যত বেশি সময় আলোচনায় দেওয়া যাবে, তত দ্রুতই আমরা একটি কার্যকর খসড়ার দিকে এগোতে পারব। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য।”
তিনি আশা প্রকাশ করেন, আলোচনা অব্যাহত রেখে জাতীয় ঐকমত্য গঠনে সবাই গঠনমূলক ভূমিকা রাখবেন।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক সংস্কার, নির্বাচন পদ্ধতি এবং সাংবিধানিক কাঠামো বিষয়ে একটি আলোচনাভিত্তিক পরামর্শ প্রক্রিয়া পরিচালনা করছে। কমিশনের উদ্দেশ্য একটি সর্বজনগ্রাহ্য রূপরেখা তৈরি করা।
#জাতীয়ঐকমত্যকমিশন #আলীরীয়াজ #NCCপ্রস্তাব #রাজনৈতিকসংলাপ #বাংলাদেশরাজনীতি #সংবিধান_সংশোধনী #সকলদলেরআলোচনা
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হক এবং তার পরিবারের চারটি ব্যাংক হিসাবে থাকা মোট ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers