ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২১ মে ২০২৫
আপডেট : ২১ মে ২০২৫
তিনি বলেন, "২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ রেহাই পাবেন না।"
আজ বুধবার সকালে সচিবালয়ে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রা নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, "ঈদের আগে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে ২৮ তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এরপর কোনো অনিয়ম পাওয়া গেলে দায়ী মালিকদের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা ও গ্রেফতার করা হবে।"
তিনি আরও বলেন, “যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি রয়েছে এবং যারা বিদেশে পালিয়ে গেছেন, তাদের ক্ষেত্রে রেড অ্যালার্ট জারি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”
ড. সাখাওয়াত হোসেন বলেন, "যেসব মালিক পাওনা পরিশোধ করবেন না, তাদের ঢাকার বাইরেও যেতে দেওয়া হবে না।" বর্তমানে শ্রম আদালতে পাঁচজন মালিকের বিরুদ্ধে মামলা চলমান এবং আরও অনেকের বিরুদ্ধে মামলা প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি স্পষ্ট করে বলেন:
“হয় শ্রমিকদের পাওনা মিটাতে হবে, নতুবা জেলে যেতে হবে।”
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নৌপরিবহন খাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন:
প্রতিটি লঞ্চে সশস্ত্র চারজন আনসার মোতায়েন থাকবে।
বাল্কহেড চলাচল ঈদের আগে ও পরে তিনদিন বন্ধ থাকবে, যাতে যাত্রীবাহী নৌযানের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।
উপদেষ্টা আরও বলেন, “সরকার এবারের ঈদকে কেন্দ্র করে কোনো রকম বৈষম্য, অনিয়ম বা শোষণ সহ্য করবে না। শ্রমিকদের প্রাপ্য পরিশোধে মালিকদের সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ করতে হবে।”
📌 সংক্ষেপে:
২৮ মে’র মধ্যে শ্রমিকদের বেতন না দিলে মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পদক্ষেপ।
বিদেশে পলাতকদের জন্য রেড অ্যালার্ট।
লঞ্চে চারজন অস্ত্রধারী আনসার, বাল্কহেড চলাচল তিনদিন বন্ধ।