ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২১ জুলাই ২০২৫
আপডেট : ২১ জুলাই ২০২৫
রবিবার (২০ জুলাই) বেলা ১১টায় বরগুনা জেলা স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান এবং আরও অনেকে।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পুরস্কারপ্রাপ্ত সুমাইয়া আক্তার, অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মোঃ আহসান কবির, মোঃ জাহাঙ্গীর হোসেন, এবং প্রধান শিক্ষক মোঃ নাজমুল ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এস. এম. সোহেল।
এ বছর বরগুনা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কারপ্রাপ্তরা হলেন:
বরগুনা সরকারি কলেজ: ফারাহ মেহজাবিন নেসা, মোঃ মেহেদী হাসান, নাজমুন নাহার নেসা প্রমুখ
বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: অদ্রিপা তাফালুম, মোসা. সানজিদা
বরগুনা জিলা স্কুল: মোঃ শাইমুজ্জামান, মোঃ শাহেদ আলম
ডালভাঙ্গা বিএম মাধ্যমিক বিদ্যালয়: মোসা. কুলসুম, সুমাইয়া আক্তার
পূর্ব রায়ভোগ মাধ্যমিক বিদ্যালয়: সৈয়দা সাহীফা ইসলাম
টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: সাজ্জাদ হোসেন তপু
দাখিল ও কামিল মাদ্রাসা: মীম ইয়া, আখি আক্তার, ওমর সানি, নাঈম হোসেন প্রমুখ
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই পুরস্কার শুধু শিক্ষার্থীদের অনুপ্রেরণাই নয়, বরং ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত।” তারা আরও বলেন, শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে এই ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে।
#বরগুনা #শ্রেষ্ঠ_শিক্ষার্থী #এসইডিপি #পুরস্কারবিতরণ #শিক্ষা_উন্নয়ন #বরগুনা_জেলা_স্কুল #বাংলাদেশ_শিক্ষা #Barguna_Education #SEDPI #বরগুনা_খবর