ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫
আপডেট : ০৭ জুলাই ২০২৫
আজ সোমবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। 'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে এনসিপির নাটোর জেলা শাখা এই পথসভা আয়োজন করে।
পথসভায় নাহিদ ইসলাম জানান, রোববার রাত পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে ব্যানার ও ফেস্টুন ঝোলানো হলেও সোমবার সকালে দেখা যায়—কেন্দ্রীয় নেতাদের ছবিসহ ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।
এ নিয়ে তিনি বলেন,
“নাটোরে ন্যক্কারজনকভাবে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। হুঁশিয়ারি দিচ্ছি, যারা এক বছর আগেও ব্যানার ছিঁড়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, তারা টিকে থাকতে পারেনি। ইতিহাস তা প্রমাণ করেছে।”
এনসিপির আহ্বায়ক বলেন,
“শুধু ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না। প্রয়োজন দেশকে নতুনভাবে গঠনের। আমাদের দাবি—গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ৫ আগস্ট শহীদদের মর্যাদা দিতে হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে।”
তিনি আরও বলেন,
“গণ-অভ্যুত্থানের পরে অনেকেই সরে গেছে। কিন্তু আমরা বলছি, এটা শুধু সরকার বদলের প্রশ্ন নয়—এটা দেশ সংস্কারের লড়াই।”
নাহিদ ইসলাম জনগণের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন,
“আমরা অন্যায়ের সঙ্গে কখনো আপস করিনি, ভবিষ্যতেও করব না। নাটোরে একটি শক্তিশালী কমিটি গঠিত হচ্ছে, যারা সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে অগ্রণী ভূমিকা রাখবে।”
পথসভায় আরও বক্তব্য দেন:
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম
নাটোর জেলার প্রধান সমন্বয়ক এস এম জার্জিস কাদির
সিনিয়র যুগ্ম সমন্বয়ক আবদুল মান্নাফ
সংগঠক ফয়সাল আহমেদ প্রমুখ
এর আগে, রাজশাহী থেকে গাড়িবহর নিয়ে নাটোর আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নাটোর শহরের প্রবেশমুখ ঢালান এলাকায় স্থানীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পথসভা শেষে এনসিপির বহর সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রা করে। পথে বনপাড়া বাইপাস মোড়েও আরেকটি পথসভা হওয়ার কথা রয়েছে।
“আগামী ৩ আগস্ট ঢাকায় শহীদ মিনারে আবারও দেখা হবে”—পথসভা থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন এনসিপির আহ্বায়ক।