এই তহবিলের অর্থ গরিব ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে।
সোমবার (১৯ মে) পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম।
গভর্নর বলেন, “জব্দ করা অর্থ সরকারের হেফাজতে রয়েছে। সেই অর্থ ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র তহবিল গঠন করা হবে এবং তা সরকারের কাছে হস্তান্তর করা হবে। ভবিষ্যতের সরকারও যাতে এই তহবিল কার্যকরভাবে পরিচালনা করতে পারে, সে লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।”
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers