বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,
“বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে এবং ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে— তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এটা বিশ্বের আর কোনো দেশে হয় কি না, আমি সন্দেহ করি।”
বক্তব্যে তিনি কৃষি ব্যাংকের তুলনামূলক ভালো অবস্থানের প্রশংসা করে বলেন,
“অন্যান্য ব্যাংকের তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা অনেক ভালো। এটি একটি আশার জায়গা।”
তিনি আরও বলেন,
“যতদিন আমি দায়িত্বে থাকবো, ততদিন আর্থিক খাতে সংস্কারের জন্য কাজ করে যাবো।”
বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক আলোচিত ব্যাংক কেলেঙ্কারি, ঋণ খেলাপি সমস্যা এবং অর্থপাচার ইস্যুতে ব্যাপক আলোচনা হয়েছে। ড. সালেহউদ্দিনের এই মন্তব্য তাই দেশের ব্যাংকিং খাতের বর্তমান বাস্তবতাকে ঘিরে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিতে পারে।
#বাংলাদেশ_ব্যাংকিং #অর্থপাচার #সালেহউদ্দিন_আহমেদ #ব্যাংক_লুটপাট #অর্থনীতি #ব্যাংক_সংস্কার #বাংলাদেশ_অর্থনীতি #AgraniBank #BankingSectorBD
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers