ডেস্ক রিপোর্ট
প্রকাশ: সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ০৯:৪০ এএম
আপডেট: সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ০৯:৪০ এএম
তিনি বলেন, “যারা অর্থনীতিবিদ কিছুই দেখেন না; দেখতে দৃষ্টি লাগে, অন্তরদৃষ্টি লাগে। যদি দেখতে না চান, তাহলে দেখতে পারবেন না।”
সোমবার (৪ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (NBR) আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
সেমিনারটির আয়োজন করা হয় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস-সংক্রান্ত পরিবর্তন তুলে ধরার জন্য এবং নতুন কর বছরের ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধনের উপলক্ষে।
সভাপতিত্ব করেন:
👉 এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান
বক্তব্য দেন:
👉 ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা
ড. সালেহউদ্দিন বলেন,
“আমি ৭০ সাল থেকে শিক্ষকতা করি। এখন যারা অর্থনীতিবিদ, সবাই কোনো না কোনোভাবে আমার ছাত্র। কিন্তু অনেকেই কিছুই দেখেন না। দেখতে হলে কেবল চোখ না, মনের চোখও দরকার।”
তিনি আরও বলেন,
“আমরা ভুল করি—হ্যাঁ। কিন্তু ভালো কাজগুলো কেউ বলেন না। দয়া করে ইতিবাচকতাও প্রচার করুন। এটি আমাদের উৎসাহিত করে।”
তিনি উদাহরণ দেন:
“গ্লাসের অর্ধেক খালি না দেখে অর্ধেক পূর্ণ ভাবুন। নয়তো মনে হবে আমি ফ্যাসিস্টের পথে হাঁটছি।”
একটি মেটাফোরিক ব্যাখ্যায় তিনি বলেন,
“আমি সব সময় বলি, Sunshine is the best antiseptic. সেভলন-ডেটল যতই ব্যবহার করি, আসলে খোলাখুলিভাবেই সমাধান আসে।”
ড. সালেহউদ্দিন বলেন,
“আমার বয়স ৬৫-এর বেশি। টেক-সেভি না, মোবাইলে মেসেজ বা ইমেইল করতে পারি, এর বাইরে আটকে গেলে পারি না। সফটওয়্যার, ই-রিটার্ন—এগুলো যেন সাধারণ মানুষের জন্য সহজ হয়।”
ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন,
“বাজেটের পর এনবিআর যদি সাংবাদিকদের জন্য একটি আলাদা ব্রিফিং সেমিনার করে—তাহলে আমরা আরও ভালোভাবে জনগণকে বুঝাতে পারি। ভুল বোঝাবুঝিও কমবে।”
২০২৫-২৬ অর্থবছরের কর পরিবর্তন
আয়কর রিটার্নের ডিজিটাল প্রক্রিয়া
ভ্যাট ও কাস্টমসের নতুন নীতিমালা
করদাতাদের সুবিধা-বঞ্চনার ভারসাম্য
সাংবাদিকদের তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ
#অর্থনীতি #ড_সালেহউদ্দিন #NBR #ই_রিটার্ন #বাংলাদেশ_বাজেট #আয়কর_২০২৫ #অন্তর্বর্তী_সরকার #সততা_ও_স্বচ্ছতা #গণমাধ্যম #অর্থনৈতিক_নীতি