ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫
আপডেট : ০২ জুলাই ২০২৫
এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটে যাত্রী ওঠার সময়। বিমানটির কার্গো হোল্ডে একটি সাপ দেখতে পান গ্রাউন্ড স্টাফরা।
সাপটি ছিল প্রায় ৬০ সেন্টিমিটার (২ ফুট) লম্বা এবং পরবর্তীতে শনাক্ত হয় এটি "গ্রিন ট্রি স্নেক" প্রজাতির — বিষাক্ত নয়, তবে শুরুতে সেটি পরিষ্কার ছিল না।
সাপ ধরার বিশেষজ্ঞ মার্ক পেলি জানান, "আমি যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন সাপটি বিমানের একটি প্যানেলের পিছনে লুকিয়ে ছিল। যদি সেটি আরও ভিতরে ঢুকে যেত, তাহলে গোটা বিমানের কাঠামো খুলে খোঁজ করতে হতো।"
পেলি আরও বলেন, "সৌভাগ্যবশত আমি প্রথম চেষ্টায়ই সাপটি ধরতে সক্ষম হই। নাহলে বোয়িং ৭৩৭-এর ভেতরে এখনো সাপ খোঁজার কাজ চলত।"
সাপ উদ্ধারের কাজে মোট ৩০ মিনিটের বেশি সময় লাগে পেলির, যার সঙ্গে নিরাপত্তা চেকসহ সময় বেড়ে যায়।
একজন এয়ারলাইন কর্মকর্তা জানান, সাপটি বিমানের কার্গোতে প্রবেশ করায় পুরো ফ্লাইট প্রায় ২ ঘণ্টা দেরিতে ছাড়ে।
এ ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইটে অতিরিক্ত চেক চালানো হয়।
সামাজিকমাধ্যমে ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করেন, "এ যেন বাস্তবের Snakes on a Plane সিনেমা!"
অনেকে আবার প্রশ্ন তুলেছেন, "এত নিরাপত্তার মধ্যেও সাপ উঠল কীভাবে?"
#SnakeOnPlane #MelbourneAirport #AustraliaNews #BizarreIncident #AirTravelSafety #FlightDelay #GreenTreeSnake #BanglaNews #বিমানসংবাদ #আকাশপথে_বিপত্তি