ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫
আপডেট : ০২ জুলাই ২০২৫
মঙ্গলবার (১ জুলাই) ক্রেমলিনের প্রেস সার্ভিস নিশ্চিত করেছে, ফোনালাপে দুই রাষ্ট্রপ্রধান মূলত ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ফোনালাপে পুতিন বলেন, “ইউক্রেন সংঘাত পশ্চিমা রাষ্ট্রগুলোর একপাক্ষিক নীতির ফল। তারা রাশিয়ার নিরাপত্তা উদ্বেগগুলো বছরের পর বছর উপেক্ষা করেছে এবং রাশিয়াবিরোধী ঐক্য গড়ে তুলেছে।”
তিনি আরও যোগ করেন, “এই সংকট সমাধান হতে হবে ব্যাপক ও দীর্ঘমেয়াদি ভিত্তিতে, নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে চলতে হবে।” ইউক্রেন ইস্যুতে মস্কোর অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন পুতিন।
দুই নেতা ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়েও আলোচনা করেন। ক্রেমলিন জানায়, উভয় পক্ষই একমত হয়েছেন যে, কূটনৈতিক পথই এই অঞ্চলের উত্তেজনা নিরসনের একমাত্র উপায়।
ফোনালাপের শেষে পুতিন ও ম্যাক্রোঁ ভবিষ্যতে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার ওপর একমত হন, যা দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা।
#MacronPutinTalks #RussiaFranceRelations #UkraineWar #MiddleEastTension #InternationalDiplomacy #VladimirPutin #EmmanuelMacron #ইউক্রেনসংঘাত #মধ্যপ্রাচ্যসংঘাত #রাশিয়াসংবাদ #ফ্রান্সসংবাদ #BanglaNews