ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫
আপডেট : ০৯ জুলাই ২০২৫
গতকাল মঙ্গলবার, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ORF) আয়োজিত এক সম্মেলনে জেনারেল চৌহান এ মন্তব্য করেন।
চীন, পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের জন্য ঝুঁকিপূর্ণ।
রাজনৈতিক অস্থিরতা, আদর্শচ্যুতি এবং ঋণ–কূটনীতি ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ করছে।
ভারত মহাসাগরীয় অঞ্চলে বিদেশি শক্তির প্রভাব বাড়ছে।
চীনের সমর্থনে পাকিস্তান ভারতবিরোধী অস্ত্র পরীক্ষা করেছে বলে অভিযোগ।
জেনারেল চৌহান বলেন, “সম্প্রতি চীন, পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে এ তিন দেশ নিজেদের স্বার্থে পারস্পরিক ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। এ প্রবণতা ভারতের জন্য উদ্বেগজনক এবং স্থিতিশীলতার জন্য হুমকি।”
তিনি আরও বলেন, “ভারত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতা বিদেশি শক্তির হস্তক্ষেপের দরজা খুলে দিচ্ছে। সরকার পরিবর্তন এবং আদর্শগত পরিবর্তন ভারতের প্রতিবেশীদের মধ্যে স্থিতিশীলতা হ্রাস করছে।”
সাম্প্রতিক ভারত–পাকিস্তান সংঘাতের সময় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে চৌহান বলেন, “চীন কিভাবে বা কতটা সহায়তা করেছে, তা বলা কঠিন। তবে পাকিস্তানের অস্ত্রের অধিকাংশই চীনের তৈরি।”
এদিকে ভারতের উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর. সিং গত শুক্রবার দাবি করেন, “ওই সংঘাতে পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করেছে, তার ৮১ শতাংশ চীনের তৈরি। আর এই সংঘাতকে চীন ব্যবহার করেছে অস্ত্র পরীক্ষার মঞ্চ হিসেবে।”
চৌহানের বক্তব্যে উঠে এসেছে, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গও। এসব ঘটনাকে ভারত–বাংলাদেশ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেন তিনি।
#ভারত_নিরাপত্তা
#জেনারেল_চৌহান
#চীন_পাকিস্তান_বাংলাদেশ
#বাংলাদেশ_রাজনীতি
#ভারত_চীন_সম্পর্ক
#ভারত_পাকিস্তান_সীমান্ত
#IndiaSecurity
#GeopoliticsSouthAsia