ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫
আপডেট : ০২ জুলাই ২০২৫
বিখ্যাত ব্রিটিশ ইউটিউবার লর্ড মাইলসের প্রকৃত নাম মাইলস রাউটলেজ। সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, ঝেলম পুলিশের সহযোগিতায় তিনি এয়ারপডস প্রো ডিভাইসটি পুনরুদ্ধার করতে সক্ষম হন।
ঘটনার শুরু ২০২৩ সালে, যখন ভিসার জন্য দুবাইয়ে এক হোটেলে অবস্থান করছিলেন মাইলস। হঠাৎ একদিন খেয়াল করেন, তার এয়ারপড নেই। এরপর অ্যাপলের ট্র্যাকিং ফিচার ব্যবহার করে দেখতে পান, ডিভাইসটি পাকিস্তানের ঝেলম শহরের এক রেস্টুরেন্টের আশেপাশে অবস্থান করছে।
ডিভাইসের অবস্থান শনাক্ত করার পর মাইলস পাকিস্তানে গিয়ে ঝেলম পুলিশ প্রধান ও ইন্সপেক্টর জেনারেলের সহযোগিতা নেন।
তদন্তে উঠে আসে, একজন পাকিস্তানি নাগরিক সেটি এক ভারতীয় নাগরিকের কাছ থেকে কিনেছিলেন, যিনি জানতেন না যে এটি চুরি হওয়া ডিভাইস। সংশ্লিষ্ট ভারতীয় নাগরিককে পরে চুরি ও চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
মাইলস পুরো অনুসন্ধান প্রক্রিয়া ভিডিও করে ইউটিউবে প্রকাশ করেন, যা ভাইরাল হয়। এরপর ঝেলম পুলিশের পক্ষ থেকে তাকে সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্টে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ছিলেন প্রায় ২০ জন ক্যামেরাম্যান ও স্থানীয় গণমাধ্যম।
মাইলস বলেন, "ঝেলম পুলিশ অসাধারণ কাজ করেছে। আমি কৃতজ্ঞ।"
তিনি আরও জানান, পাকিস্তানের প্রায় সব বড় টিভি চ্যানেলই তার অভিজ্ঞতা কভার করেছে।
এই অনন্য অভিজ্ঞতা শুধু ইউটিউব দর্শকদের মধ্যেই নয়, বরং আন্তর্জাতিক মিডিয়ায়ও কৌতূহলের জন্ম দিয়েছে।
একটি ছোট গ্যাজেটকে ঘিরে দেশান্তর অভিযান— এমন গল্পকে অনেকেই বলেছেন,
"বাস্তব জীবনের গোয়েন্দা অভিযান!"
#LordMiles #AirPodsTheft #FindMyFeature #PakistanNews #AppleTracking #YouTuberAdventure #TechTracking #InternationalViral #JhelumPolice #ViralStory #BanglaNews