ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৮:৫৮ এএম
আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ০৮:৫৮ এএম
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে পাঠানো চিঠিতে সাবেক গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা লিখেছেন:
"আমাদের পেশাদার মূল্যায়ন অনুযায়ী, হামাস এখন আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। যুদ্ধ থামিয়ে জিম্মিদের ফিরিয়ে আনার এখনই সময়।"
তারা আরও বলেন,
"ইসরায়েলিদের একটা বড় অংশ মনে করে, আপনার (ট্রাম্পের) নেতানিয়াহুকে সঠিক পথে পরিচালিত করার সক্ষমতা আছে। এখন আপনার নেতৃত্ব প্রয়োজন।"
চিঠির এই সময়টা খুব তাৎপর্যপূর্ণ। কারণ:
নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছেন।
জিম্মি মুক্তির আলোচনা বর্তমানে অচলাবস্থায়, এবং ইসরায়েলি অভ্যন্তরে নেতানিয়াহুর সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বইছে।
গাজায় মানবিক বিপর্যয় দিন দিন বাড়ছে। নিহত, আহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েই চলেছে।
এই চিঠি আরও বড় পরিপ্রেক্ষিতে দেখা হচ্ছে—
বিশ্বজুড়ে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ ও কূটনৈতিক চাপ বাড়ছে।
ট্রাম্প প্রশাসন যদিও গাজা ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করেনি, তবে নির্বাচনী বছরকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুতে তার অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
✉️ চিঠি পাঠিয়েছেন ৬০০ অবসরপ্রাপ্ত সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা
🛑 হামাস আর কৌশলগত হুমকি নয় বলে মত
🇺🇸 ট্রাম্পের ওপর ভরসা করছেন ইসরায়েলিরা— এমন দাবি
🔥 নেতানিয়াহুর সামরিক সম্প্রসারণের পরিকল্পনার সময়েই এই চিঠি
🙏 যুদ্ধ বন্ধ, জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি