ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:৫১ এএম
আপডেট: শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:৫১ এএম
শুক্রবার (২৩ মে) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
“গাজার মানুষ এখন মানবিক বিপর্যয়ের মুখে। যুদ্ধের এই পর্বটি সবচেয়ে নিষ্ঠুর।
গাজায় প্রবেশ করা মানবিক সহায়তা এক চা চামচের সমান। ইসরায়েল সহায়তা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে।”
কেরেম শালোম ক্রসিং দিয়ে ৪০০ লরি অনুমোদন পেলেও, মাত্র ১১৫টি লরি থেকে ত্রাণ সংগ্রহ সম্ভব হয়েছে
জাতিসংঘ কিছু গমের আটা, শিশুদের খাবার ও ওষুধ সরবরাহ করেছে
কেবল কয়েকটি বেকারি দক্ষিণ ও মধ্য গাজায় এখনো চালু রয়েছে
যুদ্ধ শুরু থেকে গাজার স্বাস্থ্যকেন্দ্রগুলোর ওপর ৭০০+ হামলা
গত সপ্তাহে হামলা বেড়েছে ৪০০ গুণ (জাতিসংঘ তথ্য)
৩৬টি হাসপাতালের মধ্যে সচল মাত্র ১৯টি, তারও মধ্যে পুরোপুরি কার্যকর ১২টি
সম্প্রতি বন্ধ হওয়া গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো:
ইন্দোনেশিয়া হাসপাতাল
ইউরোপিয়ান গাজা
কামাল আদন
হাম্মাদ হাসপাতাল
গুতেরেস বলেন:
“গাজার চার-পঞ্চমাংশ এলাকা সাধারণ মানুষের চলাচলের জন্য নিষিদ্ধ। দ্রুত সহায়তা না পৌঁছালে আরও বহু মানুষের মৃত্যু অনিবার্য।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় নিরবচ্ছিন্ন সহায়তা প্রবেশ নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।