ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন ২০২৫, ০৮:৪৭ এএম
আপডেট: শনিবার, ২১ জুন ২০২৫, ০৮:৪৭ এএম
শনিবার সকালে ইরানের কোম শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। সেখানেই ইজাদি নিহত হন বলে জানান কাৎজ। আল–জাজিরা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য সংবাদ মাধ্যমগুলোও এই খবর নিশ্চিত করেছে।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন—
“সাঈদ ইজাদি ছিলেন সেই ব্যক্তি, যিনি ৭ অক্টোবরের হত্যাযজ্ঞের আগে হামাসকে অর্থ ও অস্ত্রের জোগান দিয়েছিলেন। তাঁর মৃত্যু ইসরায়েলের জন্য এক কৌশলগত বিজয়।”
তিনি আরও বলেন—
“এই হত্যাকাণ্ড ইসরায়েলের গোয়েন্দা ও বিমান বাহিনীর সফলতার প্রতীক। ইজাদির মৃত্যু জিম্মি ও নিহত ইসরায়েলিদের জন্য সুবিচার। ইসরায়েলের লম্বা হাত তার সব শত্রুকে ছুঁতে সক্ষম।”
ইসরায়েলি হামলার বিষয়ে আল–জাজিরা জানায়—কোম শহরের সেই হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরও নিহত হয়েছে। এখনো স্পষ্ট নয়, কিশোরটি একই হামলায় নিহত হয়েছে কিনা, নাকি পৃথক কোনো হামলার শিকার।
তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরানের ভেতরে বেসামরিক স্থানে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
১৩ জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।
ইসরায়েল দাবি করছে—ইরান পরমাণু কর্মসূচি চালু করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়াচ্ছে।
ইরান বলছে—ইসরায়েল অবৈধভাবে তাদের ভূখণ্ডে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে।
এখন পর্যন্ত দুই পক্ষের কয়েক শ' মানুষ নিহত বা আহত হয়েছে।
#IranIsraelConflict #QudsForce #SaeedEzadi #IsraelAirstrike #IDF #MiddleEast #BreakingNews #Tehran #IRGC #ComCityAttack