ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫
আপডেট : ০২ জুলাই ২০২৫
তিনি বলেন, "আমরা অন্যান্য দেশগুলোকে সামরিক সহায়তা দেওয়ার নীতিমালা পর্যালোচনা করেছি। আমেরিকার জাতীয় স্বার্থকে সামনে রেখে প্রতিরক্ষা বিভাগ কিয়েভে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।"
হোয়াইট হাউস এখনো নিশ্চিত করেনি কোন ধরণের অস্ত্রের চালান বন্ধ করা হচ্ছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং সিবিএস নিউজ সূত্রে জানা গেছে, এই তালিকায় থাকতে পারে:
আকাশ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র
নির্ভুলভাবে লক্ষ্যভেদী অস্ত্র (Precision-guided weapons)
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, সামরিক মজুদের ঘাটতি এবং “দীর্ঘমেয়াদে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা” এই সিদ্ধান্তের মূল কারণ।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রিক হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলারের সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছিল। তবে ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের মধ্যে দীর্ঘদিন ধরেই আশঙ্কা ছিল যে, এই সহায়তা মার্কিন প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে ফেলছে।
এ বিষয়ে ইউক্রেনের সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ শুধু সামরিক মজুদের বিষয় না, বরং এটি ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের ভূমিকার নতুন ব্যাখ্যা দিচ্ছে। এটি আগামী মার্কিন নির্বাচনকে কেন্দ্র করেও কৌশলগত বার্তা হতে পারে বলে অনেকে মনে করছেন।
#UkraineWar #USMilitaryAid #BidenAdministration #USForeignPolicy #USUkraineRelations #Pentagon #WeaponSupply #BanglaNews #রাশিয়াইউক্রেনযুদ্ধ #যুক্তরাষ্ট্র #বিশ্বরাজনীতি