ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫
আপডেট : ০৩ জুলাই ২০২৫
তিনি মনে করিয়ে দেন, “যে সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো আজ একসঙ্গে আলোচনায় বসতে পেরেছে, সেই ইতিহাস স্মরণে রাখা জরুরি।”
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত দ্বিতীয় দফার নবম দিনের সংলাপের সূচনায় তিনি এ মন্তব্য করেন।
ড. আলী রীয়াজ বলেন—
“পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে এবারই প্রথম রাষ্ট্রীয় কাঠামো পুনর্বিন্যাসের জন্য এতো বিস্তৃত রাজনৈতিক সংলাপ হচ্ছে। আমরা একটি জাতীয় সনদ তৈরির দিকে এগোচ্ছি, যা চলতি জুলাই মাসেই চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।”
নবম দিনের সংলাপে আলোচনার মূল বিষয় ছিল:
রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার
বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ
জরুরি অবস্থা জারির নীতিমালা
এই তিনটি বিষয়কে ‘গভীরভাবে সংবেদনশীল ও কাঠামোগত সংস্কারের অংশ’ বলে উল্লেখ করেন কমিশনের কর্মকর্তারা।
কমিশন জানিয়েছে, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতানৈক্য রয়েছে, সেগুলোর ওপর আবারও আলোচনা হবে।
“চূড়ান্ত সনদ তৈরির আগে সব পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে,” — বলেন ড. আলী রীয়াজ।
#জাতীয়ঐকমত্য #আলীরীয়াজ #সংলাপ২০২৫ #রাষ্ট্রগঠন #বিচারবিভাগ #রাষ্ট্রপতিরক্ষমা #জরুরিআবস্থা #সংবিধানসংস্কার #রাজনৈতিকসংলাপ