ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫
আপডেট : ১৫ জুলাই ২০২৫
বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া স্বিরিদেনকোকে প্রধানমন্ত্রী হিসেবে এবং বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শমিগালকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। এই প্রস্তাব পাসের জন্য এখন সংসদের অনুমোদন প্রয়োজন।
৩৯ বছর বয়সী ইউলিয়া স্বিরিদেনকো বর্তমানে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজসম্পদ চুক্তির আলোচনায় তাঁর নাম উঠে আসে, যা কিছুটা বিতর্কও তৈরি করে।
সোমবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি লেখেন—
“আমি ইউলিয়াকে ইউক্রেন সরকারের নেতৃত্বে আনার প্রস্তাব দিয়েছি এবং সরকারের কাজকে নতুন করে ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিচ্ছি।”
৪৯ বছর বয়সী ডেনিস শমিগাল ২০২০ সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। করোনা মহামারি ও যুদ্ধের শুরুতে তাঁর নেতৃত্বে সরকার পরিস্থিতি সামাল দিয়েছে।
জেলেনস্কি বলেন—
“ডেনিস শমিগালের অভিজ্ঞতা প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজে আসবে।”
জেলেনস্কি তাঁর রাতের ভাষণে বলেন, পরিবর্তনের প্রয়োজন ছিল কারণ সরকারকে নতুন গতিতে এগোতে হবে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেন একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছে, বাড়ছে রুশ হামলা। এমন প্রেক্ষাপটে সরকারের কার্যকারিতা বাড়ানোর জন্য এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাবেক অর্থমন্ত্রী ও কিয়েভ স্কুল অব ইকনোমিকসের প্রধান টিমোফি মাইলোভানোভ মন্তব্য করেন—
“মানুষ ক্লান্ত হয়ে গেছে। এই রদবদল নতুন গতির সূচনা করবে।”
প্রতিরক্ষামন্ত্রী উমেরভকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত করার বিষয়েও চিন্তাভাবনা করছেন জেলেনস্কি। গত সপ্তাহে তাঁর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট জানান—
“যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক গতি দরকার, পাশাপাশি প্রতিরক্ষা খাতেও নতুন নেতৃত্ব প্রয়োজন।”
এই পরিবর্তন এমন এক সময় এলো, যখন শান্তি আলোচনা থেমে আছে, কিন্তু যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অতিরিক্ত সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। পশ্চিমা সহায়তা ছাড়া ইউক্রেনের অর্থনীতি কার্যত অচল।
#Zelensky #UkraineCabinet #UkraineWar #UkrainePolitics #Svyrydenko #Shmyhal #DefenseMinister #UkrainePM #RussiaUkraineConflict #CabinetReshuffle #UkraineCrisis #USUkraineRelations #Kyiv