চায়না ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজির গবেষকরা মহাকাশের পরিবেশের মতো সিমুলেশন তৈরি করার জন্য বিশেষ প্রশিক্ষণ ক্ষেত্র তৈরি করেছেন।
অধ্যাপক লিউ সিনহুয়া তার গবেষণাগারে রোবটগুলোর প্রাথমিক প্রশিক্ষণের জন্য বিশেষ বালির বাক্স তৈরি করেছেন।
চায়না ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজির মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং স্কুলের সহযোগী অধ্যাপক হুয়া তেচেং বলেন, আমাদের তৈরি সেটআপে গ্রহাণু এবং মহাকাশের মতো পরিবেশ তৈরি করা হয়েছে। যেমন গ্রহাণুর উপরিভাগ, যা আলগা মাটি ও পাথরে ভরা।
এই কৃত্রিম পরিবেশে কঠিন প্রশিক্ষণ দিয়ে রোবটগুলোকে তৈরি করা হয়েছে। রোবটগুলো এখন কঠিন জায়গাতেও কাজ করতে পারে। এদের ছয়টি পা ও বিশেষ যন্ত্র থাকায়, উঁচু-নিচু জায়গায় চলতে পারে এবং প্রয়োজনে আকার পরিবর্তন করে কাজ করতে পারে। সূত্র: সিএমজি
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিয়েতনামের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি করেছেন তিনি, যার আওতায় ভিয়েতনামি পণ্যে যুক্তরাষ্ট্র ২০% শুল্ক আরোপ করবে, তবে মার্কিন পণ্য ভিয়েতনামে প্রবেশ করবে শূন্য শুল্কে। ...
পাকিস্তানে আবারও রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। কারাগারে বন্দি থেকেও সরকার পতনের দাবিতে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। তিনি বলেছেন, “আশুরার পর গোটা জাতিকে রাজপথে নামতে হবে।” ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers