ফিন্যান্সিয়াল টাইমস-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প নাকি জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জন্য উৎসাহ দিচ্ছেন। এই প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকরা ট্রাম্পের কাছে বিষয়টি জানতে চান।
জবাবে ট্রাম্প সাফ বলেন, “না, এটা উচিত হবে না। মস্কোয় হামলা চালানো কখনও তাঁর জন্য উচিত নয়।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহায়তা দিয়েছে। তবে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, এই অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে আক্রমণে ব্যবহার করা উচিত নয়।
এর আগের দিন, সোমবার, ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। তবে রয়টার্স জানায়, এই হুমকিতে পাত্তা না দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখার সংকেত দিয়েছেন। তিনি আরও দাবি করেন, রুশ বাহিনী অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের নতুন অঞ্চল দখলের পরিকল্পনা রয়েছে।
এদিকে এএফপি জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভোরোনেজ শহরে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
#ট্রাম্প #জেলেনস্কি #মস্কো #ইউক্রেন_রাশিয়া_যুদ্ধ #যুক্তরাষ্ট্র #প্যাট্রিয়ট_মিসাইল #রাশিয়া #UkraineWar #DonaldTrump #MoscowAttack #Zelenskyy
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers