ট্রাম্প বলেন, “ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে। তারা যদি তেল বিক্রি করতে চায়, তবে তা করার অধিকার রাখে। চীন ইরানের কাছ থেকে তেল কিনতে পারবে।”
তিনি আরও উল্লেখ করেন, “দেশটির আবার অর্থের প্রয়োজন, যাতে তারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।”
যখন তাকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান কী পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিল কি না, তখন ট্রাম্প বলেন, “সেগুলো সরানো খুবই কঠিন ও ভারী ছিল এবং ইরানের হাতে পর্যাপ্ত সময়ও ছিল না।”
এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যোগ করে বলেন, যারা শান্তি চান, তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।
এই বক্তব্যগুলোর মাধ্যমে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যত সম্পর্কের নতুন মাত্রা তৈরি হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
#DonaldTrump #Iran #NATO2025 #USForeignPolicy #IranSanctions #Diplomacy #MiddleEast #MarcoRubio #InternationalRelations
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2026 International Television All Rights Reserved | Design by Code Witchers