ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫
আপডেট : ১৫ জুলাই ২০২৫
সোমবার হোয়াইট হাউজে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন,
“পুতিন ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেন— সবাইকে বোকা বানিয়েছেন। কিন্তু আমাকে তিনি ঠকাতে পারেননি।”
ট্রাম্প বলেন, সময় এসেছে কথার পর কাজ দেখানোর। “রাশিয়া একটি শক্তিশালী দেশ। কিন্তু এত মানুষের জীবন ধ্বংস করে যুদ্ধ চালিয়ে যাওয়া দুঃখজনক।”
ট্রাম্প ঘোষণা দেন, যদি রাশিয়া আগামী ৫০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করে, তবে যুক্তরাষ্ট্র নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।
তিনি বলেন,
“এই যুদ্ধ আমার নয়, বাইডেনের যুদ্ধ। এটি ডেমোক্র্যাটদের সৃষ্টি। আমি চেষ্টা করছি যুদ্ধ থামাতে।”
ট্রাম্প দাবি করেন, দু’মাস আগেও পুতিনের সঙ্গে চুক্তির সম্ভাবনা ছিল, কিন্তু সেটি ব্যর্থ হওয়ায় তিনি এখন কঠোর পদক্ষেপ নিচ্ছেন।
বৈঠকে ট্রাম্প ও মার্ক রুট ইউক্রেনের জন্য এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র চুক্তির ঘোষণা দেন। চুক্তির আওতায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে।
রুটে বলেন,
“এটি ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের বোঝা কমাবে এবং সমন্বিত সহায়তা নিশ্চিত করবে।”
জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্যও এই উদ্যোগে অংশ নিচ্ছে।
ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে তিনি শুরুতে পুতিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছিলেন। তবে সাম্প্রতিক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে তিনি হতাশ হয়েছেন।
এক মজার মুহূর্তে তিনি বলেন,
“আমি বাড়ি ফিরে মেলানিয়াকে বলি, আজ পুতিনের সঙ্গে ভালো কথা হয়েছে। সে বলে— ও আচ্ছা? অথচ আরেকটা শহর উড়ে গেল!”
ডেমোক্র্যাট দলের হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিজ বলেন,
“ভ্লাদিমির পুতিন পুরো বছরজুড়ে ট্রাম্পকে ব্যবহার করেছেন।”
তিনি বলেন, ট্রাম্প প্রতিশ্রুতি দিলেও ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর কিছু করেননি।
জেফরিজ আরও বলেন,
“এই যুদ্ধ থামানো শুধু ইউক্রেনের নয়, আমাদের গোটা মুক্ত বিশ্বের প্রয়োজন।”
#DonaldTrump #VladimirPutin #UkraineWar #USPolitics #NATO #Biden #RussiaUkraine #TrumpVsPutin #InternationalPolitics #MelaniaTrump #HakimJeffries #PatriotMissile #USNews #NATOAlliance