ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এএম
আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এএম
সৌদি সরকারি বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ নিশ্চিত করেছে, সর্বশেষ সোমবার আরও দুইজন সৌদি নাগরিককে সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এর আগে শনিবার ও রবিবার, মাদক পাচারের অভিযোগে ১৫ জন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি আরবের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুসারে,
২০২৫ সালে এখন পর্যন্ত মোট ২৩৯টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে
এর মধ্যে ১৬১টি মাদক-সম্পর্কিত,
আর ১৩৬ জন ছিলেন বিদেশি নাগরিক—যাদের বেশিরভাগই আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে,
“এটি সৌদি সরকারের 'Zero Tolerance' নীতির ভয়াবহ দিক, যেখানে মানবাধিকার প্রায় অনুপস্থিত।”
২০২৩ সালে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানের ফলেই এই মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রতিবেদনে বলা হয়েছে,
“যেসব অপরাধীকে ওই বছর গ্রেপ্তার করা হয়েছিল, তাদের বিচারের রায় এখন কার্যকর হচ্ছে।”
২০২২ সালের আগে সৌদি আরব প্রায় ৩ বছর মাদক-সম্পর্কিত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রেখেছিল। তবে একই বছরের শেষ দিকে আবারও তা চালু করে।
বছর | মৃত্যুদণ্ডের সংখ্যা | মাদক-সম্পর্কিত | বিদেশি নাগরিক |
---|---|---|---|
২০২৪ | ৩৩৮ | ২১৭ | ১৮০+ |
২০২৫ (বর্তমান পর্যন্ত) | ২৩৯ | ১৬১ | ১৩৬ |
জাতিসংঘের মানবাধিকার পরিষদ সৌদি আরবের দ্রুত ও গোপন মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রও সৌদি আরবকে “ন্যূনতম ন্যায়বিচারের নিশ্চয়তা” দেওয়ার আহ্বান জানিয়েছে।
#SaudiArabia #মৃত্যুদণ্ড #DeathPenalty #DrugTrafficking #InternationalLaw #HumanRights #MiddleEastNews #SaudiJustice #ExecutionRecord