ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫
আপডেট : ০৫ জুলাই ২০২৫
গ্রেপ্তারকৃতরা সবাই তুরস্কের প্রধান বিরোধী দল 'রিপাবলিকান পিপলস পার্টি' (CHP)-এর সদস্য। এই ঘটনা দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে।
তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়:
আবদুর রহমান তুতদেরে – আদিয়ামানের মেয়র
জেইদান কারালার – আদানা পৌরসভার প্রধান
মুহিতিন বোসেক – আন্টালিয়ার মেয়র
তাদের বিরুদ্ধে ঘুষ ও দরপত্র জালিয়াতির অভিযোগে তদন্ত চলছে। ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের অভিযানে তুতদেরে ও কারালারকে যথাক্রমে আঙ্কারা ও ইস্তাম্বুল থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আন্টালিয়ায় বোসেককে আরও দুই সন্দেহভাজনের সঙ্গে আটক করা হয়।
সাম্প্রতিক মাসগুলোতে CHP নিয়ন্ত্রিত পৌরসভার একাধিক কর্মকর্তাকে গ্রেপ্তারের পর এই অভিযান ঘিরে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ এবং ‘বিরোধী দমন’–এর অভিযোগ উঠেছে।
বিশ্লেষকরা বলছেন,
“এই গ্রেপ্তারগুলো ২২ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট **রিসেপ তাইয়িপ এরদোয়ানের বিরোধীদের দুর্বল করার কৌশলের অংশ।"
চার মাস আগে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু দুর্নীতির অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত হন। তাকেই এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়।
তুরস্ক সরকার দাবি করেছে,
“বিচার বিভাগ ও প্রসিকিউটররা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ তদন্ত চলছে।”
সরকার আরও সতর্ক করে দিয়েছে,
“এমন মামলায় কেউ রাস্তায় বিক্ষোভ করলে তা বেআইনি বলে বিবেচিত হবে।”
#TurkeyPolitics #CHPMayorsArrested #Erdogan #OppositionCrackdown #IstanbulMayor #AbdurrahmanTutdere #ZeydanKaralar #MuhittinBöcek #TurkishJudiciary #AnadoluAgency