ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫
আপডেট : ০১ জুলাই ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি কার্টুনে দেখা যায়, আকাশে ভাসমান দুই চরিত্রের কথোপকথন—একজন বলছেন “সালাম আলাইকুম, আমি মোহাম্মদ”, অপরজন উত্তর দিচ্ছেন “আলাইকুম সালাম, আমি মূসা।”
ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে—এই অভিযোগে ইস্তানবুলে বিক্ষুব্ধ মানুষ লেমান ম্যাগাজিনের অফিসসংলগ্ন একটি বারে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে।
বিক্ষোভ কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে ২৫০–৩০০ জনের সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, এই কার্টুন প্রকাশের দায়ে লেমান ম্যাগাজিনের কার্টুনিস্ট, গ্রাফিক ডিজাইনার ও আরও একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ইস্তানবুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে অবস্থিত ম্যাগাজিনটির অফিসে অভিযান চালিয়ে তা পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সহকারী ফাহরেত্তিন আলতিন জানান, ম্যাগাজিনের আরও শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
লেমান একাধিক এক্স (সাবেক টুইটার) পোস্টে দাবি করেছে, কার্টুনটি উদ্দেশ্যমূলকভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
ম্যাগাজিনের প্রধান সম্পাদক তুনচায় আকগুন ফ্রান্স থেকে এএফপিকে বলেন:
“এটি হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র নয়, বরং গাজায় ইসরায়েলি হামলায় নিহত একজন মুসলিমের কাল্পনিক নাম ‘মোহাম্মদ’ ব্যবহার করা হয়েছে।”
তিনি আরও বলেন:
“২০ কোটির বেশি মানুষের নাম মোহাম্মদ। এটি নবীজিকে নির্দেশ করে না। বিষয়টি বিকৃত করে উসকানিমূলকভাবে প্রচার করা হয়েছে।”
তুরস্কের বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ বলেছেন:
“ধর্মীয় পবিত্রতা নিয়ে ব্যঙ্গ করার অধিকার কোনো স্বাধীনতা দিতে পারে না। আমাদের প্রিয় নবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র শুধু ধর্মীয় অনুভূতিই নয়, সমাজের শান্তিও বিনষ্ট করে।”
ইস্তানবুলের গভর্নর দাভুত গুল বলেন:
“এই ঘটনার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও সমাজে উসকানি ছড়ানো হয়েছে। প্রশাসন নিশ্চুপ থাকবে না।”
আকগুন বলেন:
“১৯৯১ সাল থেকে আমরা প্রতিবাদী ব্যঙ্গচিত্র প্রকাশ করছি। এই ঘটনার সঙ্গে ২০১৫ সালের শার্লি হেবদো হামলার তুলনা করাটা ভীষণ উদ্বেগজনক। এটা ধ্বংসের জন্য তৈরি করা একটি স্ক্রিপ্ট।”
#TurkeyProtests #MuhammadCartoonControversy #IstanbulNews #LemanMagazine #FreedomOfSpeech #ReligiousSensitivity #AFP #Islamophobia #MiddleEastNews #TurkeyPolitics