ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:৩২ এএম
আপডেট: বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:৩২ এএম
হোয়াইট হাউসে স্থানীয় সময় মঙ্গলবার আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
🔹 জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে
🔹 মার্কিন কৃষিপণ্য, গাড়ি ও প্রযুক্তিপণ্যে প্রবেশাধিকার পাবে জাপানি বাজারে
🔹 ১৫% পাল্টা শুল্ক দিতে সম্মত হয়েছে জাপান
🔹 উভয় পক্ষ বলছে—‘উইন-উইন’ পরিস্থিতি
ট্রাম্প বলেন, “এই চুক্তি উভয় দেশের জন্যই লাভজনক। আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি, সবসময়ই চেয়েছি এমন একটি সমঝোতা, যা দুই দেশের জনগণের উপকারে আসবে।”
এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র হুমকি দেয়, ১ আগস্টের মধ্যে সমঝোতা না হলে জাপানি পণ্যের ওপর ২৫% আমদানি শুল্ক বসানো হবে। এপ্রিলে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ২৪% শুল্কের, যা পরবর্তীতে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়।
চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে সেই উত্তেজনার ইতি ঘটলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
চুক্তির ঘোষণা আসতেই জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জে নিক্কেই ২২৫ সূচক বেড়ে যায় প্রায় ২ শতাংশ।
বিশেষত অটোমোবাইল খাতে টয়োটা, নিশান ও হোন্ডার শেয়ারের দর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।
জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া বলেন, “হোয়াইট হাউসে আমাদের আলোচনার মিশন সম্পন্ন হয়েছে।”
তবে এখনো চুক্তির পূর্ণাঙ্গ বিশদ প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই বিষয়ে ওয়াশিংটনে জাপানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও নতুন একটি বাণিজ্য চুক্তি আসছে খুব শিগগিরই।
সাম্প্রতিক নির্বাচন পরবর্তী জাপানের রাজনৈতিক অস্থিরতায় এই চুক্তি সরকারের জন্য একটি কৌশলগত সাফল্য বলেই দেখছেন বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বাধীন এলডিপি সম্প্রতি উচ্চকক্ষ নির্বাচনে পরাজিত হয়েছে। তিনি চুক্তি বিষয়ে বলেন, “বিশ্লেষণ না করা পর্যন্ত মন্তব্য করবো না।”
#যুক্তরাষ্ট্র_জাপান_চুক্তি
#ট্রাম্প
#জাপান_বিনিয়োগ
#বাণিজ্য_চুক্তি
#বিশ্ব_অর্থনীতি
#USA_Japan_Deal