যুক্তরাজ্য ও জার্মানি দুদেশই নাগরিকদের জন্য ভ্রমণ পরামর্শ আপডেট করেছে। এর আগে তাদের কয়েকজন নাগরিক যুক্তরাষ্ট্রের সীমান্তে আটক হয়েছেন।
যুক্তরাজ্য তাদের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হয় এবং যদি কেউ আইন ভঙ্গ করে, তাহলে তাকে আটক বা নির্বাসিত করা হতে পারে। এতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আপনাকে সব নিয়ম-কানুন মেনে চলতে হবে।’
জার্মানি তাদের ভ্রমণ পরামর্শে জানিয়েছে, ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন বা যুক্তরাষ্ট্রের ভিসা থাকা সত্ত্বেও সীমান্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবেশ অনুমতি দেওয়া হয়। জার্মান সরকারের পরামর্শে বলা হয়েছে, ‘প্রবেশের সময় আপনার ফেরত যাত্রার প্রমাণ নিয়ে আসা উচিত।’
এ ছাড়া কানাডাও তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে অভিবাসন নীতিমালা পুনরায় পর্যালোচনা করা উচিত।
এদিকে, ভারতীয় নাগরিকদের জন্যও যুক্তরাষ্ট্র থেকে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে এইচ-ওয়ানবি কর্মী, আন্তর্জাতিক ছাত্র (এফ-ওয়ান) এবং গ্রিন কার্ডধারী ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের নিয়মকানুন অনুসরণ না করলে আটক বা নির্বাসিত হতে পারেন। সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers