স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫
আপডেট : ১৯ মে ২০২৫
এর আগে, বাংলাদেশ ও আমিরাতের মধ্যে দুটি ম্যাচ খেলানোর কথা ছিল, যার প্রথমটি অনুষ্ঠিত হয়েছে গত পরশু। আজ, ২১ মে, সিরিজের তৃতীয় ম্যাচটি হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এটি মূলত পাকিস্তান সফরের অনিশ্চয়তা কারণে খেলা হচ্ছে। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার পর, এই সফর সম্পর্কে কিছু অনিশ্চয়তা সৃষ্টি হয়। তবে বর্তমানে বাংলাদেশ সরকার থেকে সবুজ সংকেত পাওয়ার পরেও দুই বোর্ড (বিসিবি ও পিসিবি) এখনও সফরের সূচি চূড়ান্ত করতে পারেনি।
যেহেতু পিসিবি থেকে আগেই কিছু নতুন সূচি পাঠানো হয়েছে, তাই বিসিবি আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে একটি বাড়তি ম্যাচ খেলার প্রস্তাব দেয়। আমিরাত ক্রিকেট বোর্ডও সেই প্রস্তাবে রাজি হয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচটি ২১ মে রাতে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিকে, আগের সূচি অনুযায়ী আজ শারজায় সিরিজ শেষ করে পরদিন পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে নতুন সূচি অনুযায়ী পাকিস্তানে খেলা পিছিয়ে যাবে, এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা চাচ্ছেন সিরিজ শেষ হওয়ার পর অতিরিক্ত দিন পাকিস্তানে না থাকতে। তবে যদি ম্যাচ বাড়ানো যায়, তাহলে অতিরিক্ত খরচ বিসিবির কমবে, কারণ এই ম্যাচের খরচ বহন করবে আমিরাত ক্রিকেট বোর্ড।
বর্তমানে পাকিস্তান সফরের নির্দিষ্ট সূচি এখনও চূড়ান্ত হয়নি। সিরিজের ৫টি টি-টোয়েন্টি ম্যাচ হবে নাকি ম্যাচ কমবে, এসব বিষয় এখনো নিশ্চিত নয়।