শেষ ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। পাথুম নিশাঙ্ক সর্বোচ্চ ৪৬ রান করেন। বাংলাদেশের বোলিংয়ে শ্রেষ্ঠ ছিলেন শেখ মেহেদী, যিনি নিয়েছেন ৪ উইকেট।
টার্গেট তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ছিলেন আক্রমণাত্মক। মাত্র ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে ১৬ ওভার ৩ বলেই জয় নিশ্চিত করেন, ৮ উইকেট হাতে রেখেই।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন,
“এখন যেহেতু জুলাই মাস, ১৬ জুলাই, আমরা এই সিরিজ শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”
তিনি আরও বলেন,
“২০২৪ সালের ডিসেম্বরে ক্যারিবিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোয়াইটওয়াশ করা খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু শ্রীলঙ্কার মাটিতেও জয় সহজ ছিল না। এই সিরিজ জয় আমাদের দলের পরিণতির প্রমাণ।”
লিটন যোগ করেন,
“সিরিজ জয় শুধু আমার একার নয়, এটা পুরো দলের। দেশের ক্রিকেট ভক্তরা এই জয়কে নিয়ে খুশি।”
#বাংলাদেশক্রিকেট #শ্রীলঙ্কা #টি২০সিরিজ #লিটনদাস #জুলাইবিপ্লব #শহীদদেরউৎসর্গ #ক্রিকেটজয় #বাংলাদেশক্রিকেটটিম #BangladeshCricket
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers