প্রথম ওয়ানডেতে হারের পর আজ (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই উইকেট হারায় দল। দারুণ ফর্মে থাকা তানজিদ হাসান তামিম ইনিংসের তৃতীয় ওভারেই ১১ বলে ৭ রান করে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন।
এরপর পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে শান্ত বড় ইনিংস খেলতে পারেননি। ১২তম ওভারে চারিথ আসালঙ্কার বলে ১৯ বলে ১৪ রানে আউট হন তিনি।
অন্যদিকে ইমন ছিলেন আত্মবিশ্বাসী মেজাজে। শুরু থেকেই দারুণ ফর্মে দেখা যায় তাঁকে। ৪৬ বলে অর্ধশতক পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার। তবে ৬৯ বলে ৬৭ রানে ফিরে যান তিনিও।
তবে সবকিছু ছাপিয়ে আজ হতাশার নাম অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরেছিলেন, আজও দলকে বিপদে ফেলে ফিরলেন মাত্র ৯ রান করে। বাজে শট খেলে তিনি যখন আউট হন, তখন দলের আরও একটি শক্ত ভিত্তির প্রয়োজন ছিল।
বাংলাদেশ: ১৪৬/৪
ইমন: ৬৭ (৬৯)
মিরাজ: ৯ (১০)
শান্ত: ১৪ (১৯)
#বাংলাদেশ_ক্রিকেট #মেহেদি_হাসান_মিরাজ #BANvsSL #ওয়ানডে_সিরিজ #তানজিদ_হাসান #পারভেজ_হোসেন #বাংলাদেশ_স্পোর্টস
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও তুরস্ক। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের (WEU) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক আয়োজনে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং WEU-এর মধ্যে এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। ...
সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শুরুটা ভালো না হলেও এরপর কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৬ ওভার শেষে স্কোরবোর্ডে রান ৪ উইকেটে ১৪৬। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers