ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫
আপডেট : ২৬ জুলাই ২০২৫
শনিবার (২৬ জুলাই) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস প্রাঙ্গণে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “জুলাই আন্দোলন কেবল একদিনের প্রতিবাদ নয়, এটি জনগণের দীর্ঘদিনের ক্ষোভ, আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার এক সাহসী ঘোষণা। এই আন্দোলন রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ, তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা দিয়েছে।”
তিনি আরও বলেন:
🔹 “আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছি।”
🔹 “সেবা যেন দায়িত্ব হয়—এটিই জুলাই আন্দোলনের মূল শিক্ষা।”
🔹 “নাগরিকদের কণ্ঠস্বর যেন প্রশাসনে প্রতিফলিত হয়, সেটিই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর রক্তদানের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পর্যটন মেলা আয়োজন করা হয়।
🔸 লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত বলেন, “জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগ নতুন বাংলাদেশ গঠনের সুযোগ এনে দিয়েছে।
কর্মসংস্থান, বাণিজ্য ও বিনিয়োগে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে।”
🔸 সচিব নাসরীন জাহান বলেন, “তরুণদের কখনো দমন করা যায় না—তারা দুর্বার, উদ্যমী।
জুলাই-আগস্টের অভ্যুত্থান আমাদের তা প্রমাণ করেছে।”
অনুষ্ঠানে চোখ হারানো ১১ জন 'জুলাই যোদ্ধার' হাতে ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ওমরাহ টিকিট ও ৫০,০০০ টাকা সমমূল্যের চেক তুলে দেন উপদেষ্টা।
এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট প্রদান করা হয়।
#জুলাইঅভ্যুত্থান #শেখবশিরউদ্দীন #বাংলাদেশরাজনীতি #ছাত্রআন্দোলন #বৈষম্যহীনরাষ্ট্র #উন্নয়ন #জনগণকেন্দ্রিকপ্রশাসন #ওমরাহপুরস্কার #পর্যটনমেলা #রক্তদান #BangladeshYouthMovement #JulyUprising2025