ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫
আপডেট : ২৭ জুলাই ২০২৫
২১ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনার’-এ চীনের একশ’র বেশি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সেমিনারটি বিডা ও চীনে বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
বিডা থেকে আজ রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত চীনের সাংহাই ও গুয়াংজৌ শহরে অনুষ্ঠিত এই বিনিয়োগ প্রচার সফর-এর নেতৃত্ব দেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
সফরে প্রতিনিধি দলটি চীনের অন্তত ২৫টি কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে। আলোচনায় নতুন ও সম্প্রসারিত বিনিয়োগ, বিশেষত পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী খাতে বিনিয়োগ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন চীনা উদ্যোক্তারা।
বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন,
“চীনা কোম্পানিগুলোর সক্রিয়তা আমাদের আশাবাদী করেছে। আমরা বৈঠকগুলোতে মুদ্রার স্থিতিশীলতা, নিবন্ধন প্রক্রিয়ার সহজীকরণ, এবং উন্নত অবকাঠামোর তথ্য তুলে ধরেছি।”
তিনি জানান, এই উদ্যোগগুলোর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আরও সহায়ক হবে বলে চীনা পক্ষ মত দিয়েছে।
সফরে বাংলাদেশি প্রতিনিধিরা চীনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও শীর্ষ স্থানীয় ব্যবসায়িক সংগঠনগুলোর সঙ্গেও মতবিনিময় করেছেন।
এছাড়া পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এর মাধ্যমে চীনে ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বিডা ও বেজার কর্মকর্তা ছাড়াও সফরে উপস্থিত ছিলেন:
সিটিব্যাংক এনএ
ইস্টার্ন ব্যাংক লিমিটেড
এইচএসবিসি
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
📅 তারিখ: ২০–২৬ জুলাই ২০২৫
📍 স্থান: সাংহাই ও গুয়াংজৌ, চীন
🎤 আয়োজন: বিডা ও বাংলাদেশ দূতাবাস
🎯 আলোচিত খাত: নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স
🏢 সম্ভাব্য উদ্যোগ: বিডার আন্তর্জাতিক অফিস, চীনে প্রবাসী সংযোগ জোরদার
💬 বিডার মন্তব্য: বিনিয়োগ সহায়ক নীতিমালায় চীনা উদ্যোক্তারা সন্তুষ্ট
#BIDA #ChinaBangladesh #FDI #চীনা_বিনিয়োগ #বাংলাদেশ_অর্থনীতি #গার্মেন্টস #RenewableEnergy #Investment2025 #AshiqChowdhury