✅ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক:
"এটি এখনো কার্যকর হয়নি। এখনও ৮ দিন সময় আছে। আমরা চেষ্টায় আছি, আশাবাদী কিছুটা কমবে।"
✅ গম আমদানিতে মার্কিন পণ্যের মান ভালো হলেও দাম কিছুটা বেশি:
“তাদের প্রোটিন কনটেন্ট ভালো, ইমপিউরিটি কম। দাম কিছুটা বাড়বে, কিন্তু ডাইভারসিফিকেশন জরুরি।”
✅ লবিস্ট প্রসঙ্গে স্পষ্ট বার্তা:
“এই পর্যায়ে লবিস্টের ভূমিকা সীমিত। এখনকার সিদ্ধান্ত হচ্ছে খুব দ্রুত, উচ্চপর্যায়ে। ব্যবসায়ীরা টেবিলে ঢুকতে পারবেন না, বাইরে হইচই করেও ফল হবে না।”
✅ ব্যক্তিগত যোগাযোগ:
“আমি ইউএস চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। তারা ইতিবাচক বার্তা দিয়েছে। আমাদের একটা ভালো ইমেজ আছে।”
✅ বাণিজ্য উপদেষ্টার সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর:
“তিনি ১ আগস্টের আগেই যেতে পারেন। তবে টিমসহ যাবেন কিনা তা এখনো চূড়ান্ত নয়।”
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধি কার্যকর হওয়ার আগে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে বলেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন,- “দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি হবে না।” ...
দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মুখে যেন কিছুটা হাসি ফুটেছে। কারণ, টানা অষ্টম কার্যদিবসেও বাড়ল সূচক, আর লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ২১১ কোটি টাকা। এই একদিনেই প্রধান সূচকে ৯৩ পয়েন্টের প্রবৃদ্ধি দেখা গেছে, যা চলতি জুলাই মাসে সবচেয়ে বড় উত্থান। ...
বাজেটে ঘোষণার পর সম্প্রতি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র (TIN/Return Acknowledgement) দেখাতে হবে না। সরকার এই সিদ্ধান্তকে ‘মধ্যবিত্তের জন্য স্বস্তি’ হিসেবে উপস্থাপন করছে। ...
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers