ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫
আপডেট : ২৭ জুলাই ২০২৫
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্য দুই আসামি হলেন—বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর।
আদালতের বেঞ্চ সহকারি জুয়েল মিয়া জানিয়েছেন, সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে এবং ২ জুন ওই প্রতিবেদন আমলে নেওয়া হয়। আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও তারা উপস্থিত হননি, তাই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরবর্তী গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
মামলাটি ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি দায়ের করা হয় ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের দ্বারা, যিনি নুসরাতের আইনজীবী নন বলে আদালতে জানিয়েছেন। মামলায় নুসরাত সংক্রান্ত ষড়যন্ত্রমূলক তথ্য ও অপপ্রচার তুলে ধরা হয়, বিশেষ করে ‘নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা’ শিরোনামে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে।
মামলায় আরও আসামি করা হয়েছে ভাইরাল প্রতিদিন ও বাংলাদেশ ইনসাইডার ওয়েবসাইটের বিভিন্ন কর্মকর্তা ও প্রযুক্তিবিদদের।
মামলার বিষয়: ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদ প্রকাশ ও অপপ্রচার
আসামিরা: নঈম নিজাম (সাবেক সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন), ময়নাল হোসেন চৌধুরী (প্রকাশক), সৈয়দ বোরহান কবীর (প্রধান সম্পাদক)
আদালত: ঢাকার সাইবার ট্রাইব্যুনাল
জরুরি তারিখ: ২৮ আগস্ট ২০২৫ (গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য)
অভিযোগ: ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার, রাষ্ট্রবিরোধী অপপ্রচার
মামলা দায়েরকারী: ব্যারিস্টার এম সারোয়ার হোসেন
#ডিজিটালনিরাপত্তা #নঈমনিজাম #বাংলাদেশপ্রতিদিন #গ্রেফতারিপরোয়ানা #সাইবারট্রাইব্যুনাল #বাংলাদেশ #মিডিয়া #আইনঅধিকার #বাংলাদেশইনসাইডার