ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ জুলাই ২০২৫
আপডেট : ০১ জুলাই ২০২৫
গত বছরের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে স্মরণ করে তিনি বলেন,
“এক বছর আগে এই জুলাইয়েই জনগণ এবং শিক্ষার্থীরা একত্রিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আমরা ১৬ বছর অপেক্ষা করেছিলাম এই মুক্তির জন্য। আর যেন এত দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়।”
ড. ইউনূস বলেন,
“জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের এক অমোঘ ডাক। শিক্ষার্থীদের আন্দোলন ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটি অধ্যায়। তাদের হাত ধরেই এসেছে মুক্তির স্বাদ।”
তিনি আরও বলেন,
“এই অভ্যুত্থান শুধু সরকারের পতনের জন্য নয়, বরং রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার স্বপ্নে উদ্বুদ্ধ ছিল। এবার আমাদের কাজ সেই স্বপ্নকে বাস্তবায়ন করা।”
গত ২৪ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত উদযাপিত হবে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’। কর্মসূচির মধ্যে রয়েছে—
ধর্মীয় প্রার্থনা: সব উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া/প্রার্থনা
জুলাই ক্যালেন্ডার প্রকাশ
গণস্বাক্ষর অভিযান: খুনিদের বিচারের দাবিতে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি কার্যক্রম
৩৬ জুলাই (৫ আগস্ট) উপলক্ষে অনুষ্ঠান:
স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য
প্রধান উপদেষ্টার শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ
বিজয় মিছিল
ড্রোন শো, গানের অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শনী
কর্মসূচির শেষ দিন ৫ আগস্ট, যা প্রতীকীভাবে ‘৩৬ জুলাই’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ দিনটি গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের প্রতীক। ঠিক এক বছর আগে এই দিনেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
প্রধান উপদেষ্টা বলেন,
“আমরা চাই, জনগণ যেন আর কখনো জোর করে চাপিয়ে দেওয়া শাসনব্যবস্থার কবলে না পড়ে। স্বৈরাচারের চিহ্ন দেখা মাত্রই যেন ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা যায়।”
“আমরা এখন থেকে প্রতিবছর জুলাই স্মরণ করব। যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”
২০২৪ সালের জুলাই মাসজুড়ে দেশে ছাত্র-জনতার আন্দোলন তীব্র আকার ধারণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশের নানা প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক মাসের ধারাবাহিক গণআন্দোলনের পর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এই ঘটনাকে ‘জুলাই বিপ্লব’ বা ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে স্মরণ করা হয়।
১ জুলাই থেকে শুরু ‘জুলাই স্মৃতি উদ্যাপন’ মাস
গণস্বাক্ষর, শিক্ষাবৃত্তি, ডকুমেন্টারি ও স্মৃতিচারণ
৫ আগস্ট: ‘৩৬ জুলাই’ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি
লক্ষ্য: নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনের আন্দোলনকে স্মরণ ও এগিয়ে নেওয়া
#জুলাইবিপ্লব #গণঅভ্যুত্থান #ড_ইউনূস #স্বৈরাচারবিরোধী #BangladeshPolitics