ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫
আপডেট : ২৭ জুলাই ২০২৫
আজ রোববার নির্বাচন কমিশনে দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দেয় বিএনপি। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মোট আয় (২০২৪): ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা
মোট ব্যয় (২০২৪): ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা
উদ্বৃত্ত অর্থ: ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা (ব্যাংক হিসাবে জমা)
📌 ২০২৩ সালের তুলনা:
আগের বছর বিএনপির আয় ছিল ১ কোটি ১০ লাখ টাকা এবং ব্যয় ছিল ৩ কোটি ৬৫ লাখ টাকার বেশি। অর্থাৎ, ২০২৪ সালে আয় বেড়েছে প্রায় ১৪ গুণ।
রিজভীর ভাষ্যমতে, বিএনপির ২০২৪ সালের আয়ের উৎসগুলোর মধ্যে ছিল:
জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা
বইপুস্তক বিক্রয়
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান
ব্যাংক সুদ
বিএনপির ব্যয়ের বড় খাতগুলো ছিল:
আর্থিক অনুদান প্রদান (ব্যক্তি ও প্রয়োজনে)
বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ
লিফলেট ও পোস্টার ছাপানো
সভা-সেমিনারের হল ভাড়া
রমজানের ইফতার মাহফিল
দপ্তর পরিচালনার দৈনন্দিন খরচ
বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়া বাধ্যতামূলক।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন:
রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ
মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সদস্য
আমিনুল হক, বিএনপি নেতা
রিজভী বলেন:
“গণতান্ত্রিক পথে হাঁটার অংশ হিসেবেই আমরা ইসিতে প্রতিবেদন দিয়েছি। গত বছর বিএনপির আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট আমরা দাখিল করেছি।”
তিনি আরও বলেন:
“আশা করি, এই নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। শেখ হাসিনার শাসনে ভোটাধিকার জাদুঘরে পাঠানো হয়েছিল। আমরা বিশ্বাস করি, ইসি সাহসী ভূমিকা রাখবে।”
রিজভী অভিযোগ করে বলেন:
“যারা সুষ্ঠু নির্বাচন চায় না, তারা বসে নেই। নানা চক্রান্তের মাধ্যমে নির্বাচন বানচাল করতে তৎপর। এসব ষড়যন্ত্র চিহ্নিত করে প্রতিহত করতে হবে।”
নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি, তবে সুষ্ঠু পরিবেশ চাই
জনগণ ভোট দিতে ভয় পাবে না, সে নিশ্চয়তা চায় দল
আস্থা রেখেছে অন্তর্বর্তী সরকারের ওপর, চায় গণতন্ত্র ফিরুক
#বিএনপি #আয়ব্যয়হিসাব #নির্বাচন২০২৫ #রিজভী #নির্বাচনকমিশন #রাজনীতি #BNPFinanceReport #ECSubmission #গণতন্ত্র #বাংলাদেশরাজনীতি