ড. সালেহউদ্দিন বলেন, “আগের সরকারের সময় কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়েছে, যেগুলোতে বেশ কিছু অসম শর্ত রয়েছে। এই চুক্তিগুলো পর্যালোচনার জন্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছে। সব দেশি ও বিদেশি পাওয়ার প্ল্যান্ট চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তা গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশের খাদ্য মজুদ সন্তোষজনক অবস্থায় রয়েছে। বোরো ধান সবচেয়ে বেশি কেনা হয়, এরপর আমন, আর আউশ ধানের কেনা সবচেয়ে কম। সরকার বাজারে মূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে যাতে দামের বড় ওঠানামা না হয়।
অর্থ উপদেষ্টা আরও জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হবে। এর নির্মাণ ব্যয়ের অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে।
#বিদ্যুৎ_চুক্তি #অর্থ_উপদেষ্টা #ড_সালেহউদ্দিন_আহমেদ #বিদ্যুৎ_পর্যালোচনা #খাদ্য_মজুদ #জুলাই_স্মৃতি_জাদুঘর #বাংলাদেশ #সরকারি_সংবাদ
মন্তব্য করুন
সংশ্লিষ্ট
2014 - 2025 International Television All Rights Reserved | Design by Code Witchers