প্রকাশ : ১ মাস আগে
আপডেট : ১ মাস আগে
বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় করপোরেট কর হার ২ দশমিক ৫ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ। এক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি জন্য ২৫ শতাংশ এবং পাবলিক ট্রেডেড কোম্পানির জন্য ২০ শতাংশ করার প্রস্তাব দেয় সংগঠনটি।
একই সঙ্গে শ্রমিক কল্যাণসহ বিভিন্ন ফান্ডের ওপর কর আরোপ না করার প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়া করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এসেছে সংগঠনটির পক্ষ থেকে।
এদিকে, স্থানীয় বাজার সুরক্ষিত রাখতে কাগজ আমদানিতে কর বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেপার মিলস অ্যাসোসিয়েশন। তবে পত্রিকা মালিকদের সঙ্গে যৌথ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, জাতীয় স্বার্থ বিবেচনা করা হবে।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, অংশীজনদের নিয়ে একসঙ্গে কাজের ক্ষেত্রে এনবিআরের দুর্বলতা আছে। ট্যাক্স নেট বাড়ানোর জন্য কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছে। করের আওতা বাড়াতে জনগণকে উদ্বুদ্ধ করতে চেম্বার ও অ্যাসোসিয়েশনসহ সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কর রেয়াতের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।